স্বাগতম > আহাদ সুমন< ওয়েবসাইটে

সন্ধান করুন

রোমান্টিক কবিতা-এ পৃথিবী সাক্ষী

>এ পৃথিবী সাক্ষী<
>>আহাদ সুমন<<

আমি একজনকে ভালবাসি-
নাম তার বলব না,
শত কষ্ট দিলেও তাকে-
আমারে সে ভুলেনা।

গোলগাল চেহারা তার মিষ্টি মধুর হাসি,
অকপটেই বলেছিলাম একদিন তোমায় ভালবাসি।
আমার কথায় সায় দিয়ে বলে “আহাদ সুমন” ভাই-
তুমি ছাড়া য়ে এ জীবনে আমার কেহ নাই।

আমি বললাম চিন্তা করো না “ওহে আমার লক্ষ্মী”,
তোমায় মোর ঘরণী করব-এ পৃথিবী সাক্ষী।