স্বাগতম > আহাদ সুমন< ওয়েবসাইটে

সন্ধান করুন

আহাদ সুমন সম্পর্কে


মোঃ আহাদুল ইসলাম সুমন
ডিজাইনার, লেখক ও সমাজকর্মী
আহাদ সুমন (জন্ম: ২৫ এপ্রিল ১৯৮৮, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়) একজন ডিজাইনার, লেখক, সমাজকর্মী। তিনি অত্যন্ত জ্ঞানপিপাসু।

ব্যক্তিজীবন: ১৯৮৮ সালের ২৫ এপ্রিল তিনি জন্ম গ্রহণ করেন। ১৯৯৮ সালে তাঁর পাশ্ববর্তী গ্রামে অবস্থিত খলতবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তৎকালীন ২য় ছাত্র হিসেবে ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে উপজেলায় ৩য় হন। এজন্য স্কুল কমিটি তাকে ১টি চ্যাম্পিয়ন হারিকেন ও ২টি ডিকশনারি উপহার দিয়ে অনুপ্রাণিত করেন। পরবর্তীতে শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে সপ্তম শ্রেণিতে বেসরকারী একটি স্কুলে পরীক্ষা দিয়ে বৃত্তিপ্রাপ্ত হন। ২০০৪ সালে নহাটা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে প্রবেশিকা পাশ করেন। গৌরীপুর সরকারী কলেজ থেকে ২০০৬ সালে ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। চাকুরীরত অবস্থায় মানবিক শাখায় স্নাতক সম্পন্ন করেন। 

কর্মজীবন: আহাদ সুমন পরিবারের হাল ধরতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার আগেই বাড়ি থেকে বের হন। প্রথমে আনসার ভিডিপি থেকে সরকারী খরচে এক মাসের জেনারেল ইলেক্ট্রিশিয়ান কোর্স শেষ করে সাভারে বড় ভাইয়ের কাছে যান। বড় ভাইয়ের সহায়তায় ঢাকা ইপিজেড-এ অবস্থিত এক্টর স্পোর্টিং লিঃ নামক ফেক্টরীতে সহকারী মান পরিদর্শক হিসেবে যোগদান করেন। বিভিন্ন ফেক্টরীর অভিজ্ঞতা নিয়ে বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য স্কয়ার ফ্যাশন্স লিঃ-এ ইডিআই অফিসার হিসেবে কর্মরত আছেন।

সমাজকর্মী হিসেবে তিনি সুপরিচিত। অগ্নিবাণ জনকল্যাণ সংগঠনের সদস্য ছিলেন। বর্তমানে গার্মেন্টস ম্যানেজমেন্ট ও টেকনোলজিস্টদের সবচেয়ে বড় সংগঠন ‘বাংলাদেশ ক্যাড ক্যাম এসোসিয়েশন’-এর আইসিটি সম্পাদক হিসেবে কেন্দ্রীয় কমিটিতে আছেন। এই সংগঠনের ওয়েবসাইট তিনিই ডেপেলপ করেছেন। আর নিজ এলাকার সমাজ ব্যবস্থার উন্নয়নের জন্য তিনি প্রতিষ্ঠা করেন ‘টার্গেট সোসাইটি অব বাংলাদেশ’।

Popular